সোমবার ১৩ মার্চ ২০২৩ - ১৩:৩৮
সবচেয়ে প্রিয় ও পুণ্যময় কাজ

হাওজা / মহানবী (সা.) একটি হাদীসে সবচেয়ে প্রিয় ও পুণ্যময় কাজের প্রতি ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "খেসাল" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

মহানবী (সা.) বলেছেন:

فَوقُ كُلِّ ذِی‌بِرّ‍ٍ بِرٌّ حتّی یُقتلَ الرّجُلُ شهیداً فی سبیلِ الله

প্রতিটি নেক আমলের চেয়ে বড় নেক আমল আছে, কিন্তু আল্লাহর পথে শাহাদাতের চেয়ে উত্তম কাজ আর নেই।

(খেসাল, ১ম খন্ড, পৃ. ৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha